| রবিবার, ৩০ মার্চ ২০১৪ | প্রিন্ট
দেখুন দেখি কী কাণ্ড! বক্স অফিসে না হয় ‘রাগিনি এমএমএস টু’ জব্বর হিট৷ তাই বলে সানি যা ইচ্ছে তাই করবেন, যা ইচ্ছে তাই বলবেন? একি সানির যুগ পড়ল নাকি! আপাতত, রাগিনির দয়ায় সানি ম্যাজিকেই আক্রান্ত বলিউডের বক্স অফিস৷ তবে বক্স অফিসের সঙ্গে সানির মাথায় নতুন ভূত! পুরুষ ছেড়ে, নারীতে মন মজেছে সানির৷
গপ্পোটা হল, সম্প্রতি ‘রাগিনি এমএমএস টু’ সাকসেস পার্টিতে এসে সানি হঠাৎই বলে উঠলেন, ‘ভারতীয় নারীদের আমার ব্যাপক লাগে৷ ভারতীয় নারীরা অনেক বেশি উত্তেজক অন্যান্য দেশের মেয়েদের থেকে৷’ শুধু তাই নয়, সানি জানিয়েছেন, পর্ন ফিল্ম করার সময় একবার এক ভারতীয় মেয়ে সঙ্গে সমকাম করতে হয়েছিল, সেই অভিজ্ঞতা নাকি এখনও সানি ভুলতে পারেননি৷
সানির কথায়, ‘পুরুষদের সঙ্গে রতিক্রিয়া থেকেও মজা বেশি নারীদের সঙ্গে যৌনতায় অংশ নেওয়া৷ ’ সানি মনে করেন মেয়েদের সঙ্গে যৌনক্রিয়ার মত্ত হল তাঁর মধ্যে একটা আর্ট থাকে৷ পুরুষদের সঙ্গে ব্যাপারটা অনেক বেশি ড্রামাটিক৷
কথায় কথায়, ‘রাগিনি এমএমএস টু’ ছবিতে সন্ধ্যা মৃদুলকে চুমু খাওয়ার ঘটনার কথা উঠলে, সানি বলেছেন ‘মেয়েদের চুমু খাওয়া আমার কাছে জলভাত৷ এতে নতুনত্ব নেই৷’
Posted ১১:৫৩ | রবিবার, ৩০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin