| সোমবার, ০৬ আগস্ট ২০১৮ | প্রিন্ট
টানা আটদিন রাজপথে অবস্থান কর্মসূচির অবসান ঘটিয়ে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়।
সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনায় ঢাকার শীর্ষস্থানীয় সব স্কুল-কলেজসহ ৪২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। সেখান থেকে এ ঘোষণা আসে।
শিক্ষার্থীদের ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, তোমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে আমাদের যতটুক করণীয় সেটা করবো, তোমরা ক্লাসে ফিরে যাও।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐশান্তি দাস ঐশী বলেন, আমরা নিরাপদ সড়ক চাই, এ জন্যই আমরা আন্দোলনে নেমেছিলাম। কিন্তু সেই দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে দেখেছি পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। যাদের দায়িত্ব সড়ক শৃঙ্খলা ঠিক রাখা তারা যদি এটা না করেন কীভাবে নিরাপদ সড়ক হবে?
ওই শিক্ষার্থী আরও বলেন, আমাদের শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন, সরকার দাবি মেনে নিয়ে সেগুলো বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন। এক্ষেত্রে রাজপথে থাকার কোনো যৌক্তিকতা নেই, আমরা ক্লসে ফিরে যাবে। বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ সড়ক বিষয়ক আলাদা বিভাগ খোলার প্রস্তাব করছি। তাছাড়া নিরাপদ সড়কের জন্য আমাদের ব্যবহার করা যেতে পারে।
রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুম্মান আহমেদ বলেন, আমাদের আন্দোলন সফল হয়েছে। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। সবাইকে ক্লাসে ফেরার জন্য আহ্বান জানাই। মেয়রের কাছে আমাদের অনুরোধ প্রত্যেক স্কুলের সামনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করবেন।
স্কুল-কলেজের সামনে ট্রাফিক পুলিশ মোতায়েন দ্রুত ব্যবস্থা নিবেন জানিয়েঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন শিক্ষার্থীদের বলেন, তোমরা সফল। নিরাপদ সড়কের জন্য তোমার যা যা দাবি করেছে। সরকার প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে নিয়েছে। এখন তোমাদের আবার পড়াশোনায় মনোনিবেশ করতে হবে।
পূর্ব-পশ্চিম
Posted ১৬:৫৮ | সোমবার, ০৬ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain