| শুক্রবার, ২৭ জুলাই ২০১৮ | প্রিন্ট
অনেকদিন ধরেই মাহিয়া মাহির অভিনীত কোনো ছবি ঈদে দর্শকরা দেখতে পাননি। তবে জনপ্রিয় এই তারকার ছবি এবারের কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাবে। সাইমন ও মাহি অভিনীত এ ছবির নাম ‘জান্নাত’। এমনটিই জানালেন ছবির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি গতকাল জানান, ‘জান্নাত’ ছবিটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ রয়েছে। তাই কোরবানির ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ইচ্ছে পোষণ করেছি।
আর এ ছবি মুক্তির ঘোষণা উপলক্ষে শনিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন থাকছে। চেষ্টা করেছি বড় পরিসরের সিনেমাটি দর্শকদের উপহার দিতে। আশা করি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। ছবির নায়িকা মাহি জানান, ছবির কাজটি বেশ ভালোভাবেই শেষ হয়েছে। সাইমনের সঙ্গে কাজ করেও বেশ ভালো লেগেছে। ব্যতিক্রম গল্পের ছবি এটি। ছবিতে মাজারের এক খাদেমের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। ভিন্ন লুকে দর্শকরা আমাকে এ ছবিতে দেখতে পাবেন। আমি ছবিটি নিয়ে অনেক আশাবাদী। সাইমন বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম ইফতেখার। মাজারের মুরিদের চরিত্রে অভিনয় করেছি। মানিকগঞ্জ ও বিএফডিসিসহ দেশের বেশ কিছু লোকেশনে ‘জান্নাত’-এর দৃশ্যায়ন হয়েছে। সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান, সংলাপ লিখেছেন আসাদ জামান ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। ছবিটি নিয়ে আমি আশাবাদী। এ ছবিতে আরো অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ আকিব, শিমুল খান প্রমুখ। উল্লেখ্য, সাইমন ও মাহি ‘পোড়ামন’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন। ২০১৩ সালের ১৪ই জুন মুক্তি পায় এটি। এ ছবিটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবিটি মুক্তির পর বেশ দর্শকপ্রিয়তা পায়। অনেকদিন পর আবারো সাইমন ও মাহি অভিনীত ‘জান্নাত’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তাই এ টিমের সকলেই ছবিটি নিয়ে বেশ আশাবাদী। মানবজমিন
Posted ১৪:০৭ | শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain