| রবিবার, ১৫ জুলাই ২০১৮ | প্রিন্ট
হবিগঞ্জ পলিটেকনিক প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলাধীন সুনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব প্রকৌশলী মোতাহার হোসেন বলেছেন, কারিগরি শিক্ষাই হচ্ছে- একটি দেশের উন্নয়নের জন্য মূল শিক্ষা। কারিগরি শিক্ষায় উন্নতি ঘটাতে পারলে দেশের উন্নয়ন করা সম্ভব। দেশকে বেকার মুক্ত করার জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।
রবিবার হবিগঞ্জ জেলাধীন সুনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এর ২০১৪-১৫ সেশনের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে শিক্ষক মোঃ নাজমুল হাসানের পরিচালনায় ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী আব্দুল আলিম ও মোছা: নূপূরের উপস্থাপনায় এবং ইলেকট্রনিক্স টেকনোলজির বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ জনাব মোহসিনুর রহমান, সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান মোঃ শামছুজ্জামান, এ.আই.ডি.টি টেকনোলজির বিভাগীয় প্রধান মোঃ কামাল হোসেন, নন টেক বিভাগীয় প্রধান মোহাম্মদ বরকত উল্লাহ, কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান শাকিল আহমদ চৌধুরীসহ বিভিন্ন টেকনোলজির শিক্ষক-ছাত্রছাত্রীবৃন্দ।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ, ফুল দিয়ে শুভেচ্ছা বরণ এবং ৫৪জন বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
Posted ২০:১৫ | রবিবার, ১৫ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin