| শনিবার, ২৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
বিনোদন ডেস্ক : ছবির মুক্তির প্রথম দিনে ‘ধুম থ্রি’র সর্বোচ্চ আয়ের সর্বোচ্চ রেকর্ড ভাঙতে পারেনি সালমানের ‘জয় হো’। প্রথম দিনে ছবিটি আয় করেছে মাত্র ১৭ কোটি ৫০ লাখ রুপি। শুক্রবার ছবিটি মুক্তি পায়।
‘জয় হো’র প্রচার-প্রচারণার কোনো কমতি রাখেনি সালমান। তারপরেও আশানুরূপ সাফল্য লাভ করতে পারেনি ‘জয় হো’। শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ও আমিরের ‘ধুম থ্রি’ দুটো ছবিরই প্রথম দিনের আয় ছিল ৩০ কোটি রুপির ওপরে। তার কাছাকাছিও যেতে পারেনি সালমানের ‘জয় হো’।
তবে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়ের ক্ষেত্রে রোববার ‘জয় হো’ ছবিটি আরো বেশি ইতিবাচক সাড়া পেতে পারে বলে আশা করছেন নির্মাতারা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
Posted ১০:৩৪ | শনিবার, ২৫ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin