| শনিবার, ০৭ জুলাই ২০১৮ | প্রিন্ট
‘করনজিত কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ এর প্রথম ট্রেইলার প্রকাশিত হয়েছে। সাবেক পর্নস্টার কীভাবে বলিউডে তারকা হয়ে উঠলেন তার কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে।
এরইমধ্যে ঝড় তুলেছে ট্রেইলারটি। Zee5 চ্যানেলে এটি প্রচারিত হবে। ওয়েব সিরিজটি প্রসঙ্গে ৩৭ বছর বয়সী সানি লিওন বলেছেন, ‘আমি এ ছবির কোন চরিত্রে অভিনয় করছি না। আমি নিজেই নিজের চরিত্রে কাজ করছি।’
কানাডার মধ্যবিত্ত শিখ পরিবারে জন্ম সানি লিওনের। সেখানে তার বেড়ে উঠা, স্কুল-কলেজের পর্ব চুটিয়ে পর্ন তারকা হয়ে ওঠা এবং সেখান থেকে এসে বলিউডে জায়গা করে নেয়া সবই উঠে এসেছে আত্মজীবনীভিত্তিক এ ছবিতে।
বিডি প্রতিদিন
Posted ১৩:০৬ | শনিবার, ০৭ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain