| রবিবার, ০১ জুলাই ২০১৮ | প্রিন্ট
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলসহ তিন আসামির আপিল আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে। দুদকের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
মামলাটিতে বিএনপি প্রধানকে পাঁচ বছর এবং আপিল করা অন্য দুই আসামি কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত।
মামলাটিতে পলাতক তিন আসামি হলেন- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এই তিনজন পলাতক থাকায় তারা আপিল করেননি।
দুদকের পক্ষে আদালতে শুনানি করেন খুরশীদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে ছিলেন জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান, মাসুদ রানা প্রমুখ।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন
Posted ১৬:১১ | রবিবার, ০১ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain