| মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | প্রিন্ট
আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত দুই বীমা সংস্থাকে প্রায় দেড় হাজার কোটি টাকা আয় করতে হবে। সরকারের সঙ্গে সম্পাদিতব্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এ পরিমাণ ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, আগামী ২০১৮-১৯ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত দুই বীমা (‘সাধারণ বীমা কর্পোরেশন’ ও ‘জীবন বীমা কর্পোরেশন’) সংস্থার মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮৬ কোটি টাকা।
নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী অর্থবছরে ‘সাধারণ বীমা কর্পোরেশন’-কে মোট ৯২৩ কোটি টাকা প্রিমিয়াম আয় করতে হবে। এর মধ্যে সরকারি প্রিমিয়াম খাতে ২৩০ কোটি টাকা, বেসরকারি প্রিমিয়াম খাতে ১৭ কোটি টাকা ও পুনঃবীমা খাতে ৬৭৬ কোটি টাকা প্রিমিয়াম আয় করতে হবে। পাশাপাশি রিজার্ভ ফান্ডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১৫ কোটি টাকা ও গ্রাহক সংখ্যা বাড়িয়ে ৯৫ হাজারে উন্নীত করতে বলা হয়েছে। অন্যান্যের মধ্যে ৩৭ শতাংশ বীমা দাবি ও ২৫ শতাংশ অভ্যন্তরীণ অডিট আপত্তি নিষ্পত্তি এবং অভ্যন্তরীণ অডিটের সংখ্যা ২৪টিতে উন্নীত করতে বলা হয়েছে।
অন্যদিকে আগামী অর্থবছরে ‘জীবন বীমা কর্পোরেশন’-কে মোট ৫৬৩ কোটি টাকা আয় করতে হবে। এর মধ্যে প্রিমিয়াম খাতে ৪৩৫ কোটি টাকা ও বিনিয়োগের মাধ্যমে ১২৮ কোটি টাকা আয় করতে হবে। পাশাপাশি অভ্যন্তরীণ অডিটের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৬৮টি এবং উত্থাপিত অডিট আপত্তির ৭৩ শতাংশ নিষ্পত্তি করতে হবে। অন্যান্যের মধ্যে ৯০ দিনের মধ্যে মরণোত্তর দাবি পরিশোধের হার, ৩০ দিনের মধ্যে মেয়াদোত্তর দাবি পরিশোধের হার ও ১৫ দিনের মধ্যে সারভাইবেল বেনিফিট পরিশোধের হার পৃথক পৃথকভাবে ৮০ শতাংশে উন্নীত করতে হবে। অফিস অটোমেশনের সংখ্যা ১৮০টিতে উন্নীত করতে হবে।
Posted ১৪:৫০ | মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain