| সোমবার, ২০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা: বিএনপির কেন্দ্রীয় সাত নেতাকে বিভিন্ন মেয়াদে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর কয়েকটি থানায় এ মামলাগুলো দায়ের করা হয়।
জামিনপ্রাপ্তরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, ঢাকা মহাসনগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম ও রাজশাহী মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
এক আবেদনের শুনানি শেষে সোমবার এই নেতাদের জামিন মঞ্জুর করেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
অপরদিকে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজশাহীর দুই নেতার জামিন আবেদন মঞ্জুর করেন।
এসব আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মাদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, রুহুল কুদ্দুস কাজল ও রাগিব রউফ চৌধুরী অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।
Posted ১২:০৩ | সোমবার, ২০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin