| শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাস্টার্সের এক শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন কিসকু’র বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতল (রামেক) এ পাঠানো হয়েছে আহত শিক্ষার্থীকে। বর্তমানে সে রামেকে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিক্ষার্থীর নাম জিহাদ হোসাইন। সে নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত এবং শাহ্ মখদুম হলের ২২০ নং রুমের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাটে। পিতার নাম গণি মিঞা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় হবিবুর রহমান হলের সামনে জিহাদ বসে ছিল। সেখানে কিসকু জিহাদকে দেখে ধাওয়া করে। পরে বিশ্ববিদ্যালয় টিএসসিসি এর সামনে এসে জিহাদ পড়ে য়ায়। পরে সেখানে জিহাদকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। বিষয়টি দেখে টিএসসিসিএর কয়েকজন গার্ড জিহাদকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে সে রামেকের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে রুহুল আমিন কিসকু’র যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মারধরের বিষয়ে কিছু জানি না, মারধরের ঘটনাটি এই মাত্র শুনলাম। আমি সেখানে ছিলাম না’। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন,‘বিষয়টি শুনেছি। তবে আহত শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে’।
Posted ১৪:১৫ | শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin