| শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
বিনোদন প্রতিবেদক, ঢাকা : দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে যাচ্ছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।
আওয়ামী লীগ থেকে শুক্রবার রোকেয়া প্রাচী মনোনয়নপত্র সংরক্ষণ করেন। এর আগে দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন চিত্রনায়িকা রত্মা ও ফালগুনী হামিদ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িত রোকেয়া প্রাচী। কিভিন্ন সমাজ সচেতনামূলক কাজেরও অগ্রবঅগে ছিলেন তিনি।
এমনকি গনজাগরণ মঞ্চের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা ধারণ করা রোকেয়া ছোটবেলা থেকেই নেত্রী হবার স্বপ্ন দেখেছেন।
Posted ১১:০০ | শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin