| মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | প্রিন্ট
রাশেদ খান মিলন, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ মো. আলমগীর হোসেন সবুজ (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়,রাজবাড়ী। মঙ্গলবার (২০ মার্চ) সকালে উপজেলার মাজবাড়ি ইউনিয়নের জামতলা পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের কাশেম মণ্ডলের ছেলে।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে সবুজের বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই দিন রাজবাড়ীর পাংশা উপজেলায় ০২ (দুই) কেজি গাঁজাসহ রমজান আলী মন্ডল (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়,রাজবাড়ী।
মঙ্গলবার (২০ মার্চ) দুপুরবেল উপজেলার সরিষা ইউনিয়নের পালের ডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত. হোসেন আলী মন্ডলের ছেলে।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ০২ (দুই) গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে রমজান আলী মন্ডলের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পাংশা এর ভ্রাম্যমান আদালতে (মোবাইল কোর্ট) নিকট ওই আসামী তার দোষ স্বীকার করলে আদালত তাকে গাঁজা রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এদিকে, উদ্ধার করা গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
Posted ০৫:০২ | মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin