| সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘জি সিরিজে’র ব্যানারে প্রকাশ পেলো তরুন সঙ্গীত শিল্পী প্রিন্স মামুনে’র সিঙ্গেল ট্র্যাক‘প্রেম নগর’৷
সাঈদ রহমানের কথায়, প্রিন্স মামুনের সুরে ও রিদোয়ানের সঙ্গীতে গানটি আজ সোমবার জি সিরিজের ইউটিউব চ্যানেলে ডিজিটালি প্রকাশ পায়৷
এ প্রসঙ্গে প্রিন্স মামুন বলেন, বিভিন্ন সময়ে অনেক অ্যালবামে কাজ করেছি৷ আগেও মিক্সড অ্যালবামে কাজ করা হয়েছে কয়েকটা৷ কিন্তু আমার এই ‘প্রেম নগর’ গানটি একটু ভিন্ন ঘরানার। আশাকরি সবার ভাল লাগবে৷
উল্ল্যেখ, সংগীত শিল্পী প্রিন্স মামুন প্রথমে স্থানীয় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী পরে উস্তাদ কামাল আহমেদের কাছে দীর্ঘদিন ক্ল্যাসিক্যালের উপর তালিম নেন৷ ইতিমধ্যে তিনি কয়েকটি মিক্সড অ্যালবামে কাজ করেছেন। টিভি শো’তেও তাকে দেখা গেছে বহুবার। সেই থেকেই তার মিডিয়ায় পরিচিতি আসে। ছোটবেলা থেকে গানের পরিমন্ডলে বেড়ে উঠা সঙ্গীত শিল্পী প্রিন্স মামুন সঙ্গীত নিয়ে অনেক দূর এগুতে চান।
প্রিন্স মামুনের প্রেম নগর গানটির ইউটিউব লিংক—
Posted ০৮:৫৫ | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain