
| শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
বাম সংগঠনের নেতাকর্মী নয়, ছাত্রলীগের নেতাকর্মীদেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংহতি সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ করে জোনায়েদ সাকি বলেন, ‘তারা বলছে, বামেরা কবে ক্যাম্পাস ছাড়বি। আমরা বলছি, ছাত্রলীগ কবে ক্যাম্পাস ছাড়বি?’
ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি ঢাবি উপাচার্য-শিক্ষকদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা মিথ্যার ওপর দাঁড়িয়ে যে নাটক সাজিয়েছেন, তা খুবই দুর্বল। কোনোদিন তা প্রতিষ্ঠিত হবে না। সাধারণ মানুষের কষ্টের টাকা দিয়ে এ বিশ্ববিদ্যালয় চলে৷ ছাত্রদের কারণে আপনারা শিক্ষক, উপাচার্য হয়েছেন৷ আজ ছাত্রদের ওপর হামলা চালিয়েছেন৷ আপনারা বেশিদিন টিকে থাকতে পারবেন না।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক আরও বলেন, ‘সরকারকে হুঁশিয়ার করতে চাই। ছাত্রদের পিটিয়ে আপনারা বেশিদিন টিকে থাকতে পারবেন না৷ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনারা৷ মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে আমরা লড়াই করে বাঁচতে চাই।’
প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সংহতি সমাবেশে আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক (বাসদ) কমরেড খালেকুজ্জামান, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গীতিয়ারা নাসরিন, অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম এম আকাশ, অধ্যাপক এ এন রাশেদা, অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিনু কিবরিয়াসহ প্রমুখ।
সূত্র: বাংলা ট্রিবিউন,
Posted ১৬:০৩ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain