
| বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ যা করেছে তা আওয়ামী লীগের চরিত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে কবর জিয়ারত করতে গিয়ে বুধবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রমাণ করে, এটিই আওয়ামী লীগের চরিত্র। দেশের সব জায়গায় ছাত্রলীগ এমন করছে।
এর আগে, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Posted ০৯:২০ | বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain