| সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
মুম্বাই, ৬ জানুয়ারী : ২০১৩ সাল ছিল তাঁরই। বছরের চারটা ব্লকবাস্টার ছবির গুরুত্বপূর্ণ ছবিতেই ছিলেন তিনি। সেই দীপিকা পাড়ুকোন আজ বার্থ ডে গার্ল। সাফ্যলের বিচারে এই মুহূর্তে বলিউডের এক নম্বর নায়িকা ২৮ বছরে পা দিলেন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা দীপিকা কখন যেন অজান্তেই বলিউডের এক নম্বর নায়িকার ক্রাউন পরে নিয়েছেন।(খবর-জিনিউজ)।
২০১৩ সালে রেস টু দিয়ে সাফল্যের শুরু করেছিলেন, এরপর ইয়ে জওয়ানি হ্যা দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস থেকে গালিয়ো কা রসলিলা রামলীলার মত সাফল্যের এভারেস্ট গড়া সিনেমায় অভিনয় করে মাতিয়েছেন। ২০১৪ সালে আবার মুক্তি পেতে চলেছে তাঁর বড় রিলিজ। শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার সিনেমায় তিনি থাকছেন নায়িকার ভূমিকায়।
বলিউডে এখনও পর্যন্ত ১৮টি সিনেমায় বড় রোলে অভিনয় করেছেন দীপিকা। তাঁর মধ্যে ব্লকবাস্টার হিট হয়েছে ৬টি সিনেমা, সুপারহিট ৪টি, হিট ৩টি। বোঝাই যাচ্ছে কেরিয়ারগ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখি হচ্ছে।
দীপিকার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় কারণই হিসাবে দেখানো হয় তাঁর অভিনয় দক্ষতা, পরিশ্রম, শরীর আর মিষ্টি ব্যবহারের জন্য। সঙ্গে রয়েছে দারুণ হাইট, নাচের দক্ষতা, গালে মিষ্টি টোল আর ছবি বাছার ক্ষমতা।
বার্থ ডে গার্ল-এর জন্মদিনে করন জোহর থেকে ফারহা খান, প্রিয়াঙ্কা চোপড়া থেকে উদয় চোপড়ারা শুভেচ্ছাবার্তা পাঠালেন। শাহরুখ খান বললেন, দীপিকাকে গোপন এসএমএস করে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে দিয়েছি।
এক নজরে দেখে নেওয়া যাক টুইটারে দীপিকাকে কে কী শুভেচ্ছা জানালেন—
Karan Johar: Happy Birthday Deepika Padukone. More power to you! Have another spectacular year! Loads of love.
Sonu Sood: Happy birthday Deepika Padukone. Keep ruling always. Stay blessed. And don`t forget to bring your cake on the sets.
Farah Khan: Happy birthday Deepika Padukone. Stay blessed! Love you lots.
Priyanka Chopra: Happy birthday Deepika Padukone! Lovely to have known an amazing friend like you. Have a super year babe! Love always.
Manish Malhotra: Happy birthday gorgeous Deepika Padukone. Have a super year.
Boman Irani: Happy birthday Deepika Padukone, may you stay blessed. Have a super year.
Nargis Fakhri: Deepika Padukone happy birthday beautiful lady. May god bless you always.
Uday Chopra: Happy birthday Deepika Padukone. Lots of love. Have a great one!
Bipasha Basu: Happy birthday Deepika Padukone! Shine on. Love!
Riteish Deshmukh: Happy birthday Deepika Padukone – have a fantastic day ahead – big hug.
Huma Qureshi: Happy birthday Deepika Padukone. Much love, luck, joy and success.
Posted ১৫:০১ | সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin