| সোমবার, ১০ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
বিনোদন প্রতিবেদনঃ আসছে বৈশাখে শ্রোতাদের মাঝে ‘রোঙ্গিলা ’ শিরোনামের গানটি নিয়ে হাজির হচ্ছেন সুমি মির্জা। কিছুটা ভিন্নভাবে সাজানো হয়েছে এই গানটি। ‘রোঙ্গিলা’ গানটি লিখেছেন ও সুর করেছেন মাহমুদ সানি । ‘রোঙ্গিলা ’ গানটি সিডি চয়েজ’র ব্যানারে বাজারে আসছে। এই গানটির ভিডিও পরিচালনা করেছেন দেশি ত্রিও। রোঙ্গিলা গানের মডেল হিসেবে কাজ করেছেন রাইহান হোসাইন ও সুমি মির্জা নিজেই। রোঙ্গিলা সম্পর্কে সুমি মির্জা বলেন, ‘গানটি নিয়ে আমি খুব আশাবাদী। সবসময় যেহেতু স্টেজ শো নিয়ে বিজি থাকি, তাই আমি বুজি যে দদর্শকদের কোর ধরনের গান পছন্দ।
আর তাই দর্শকদের মাতানোর জন্য আমার এই “রোঙ্গিলা”। আশা করি দর্শকদের আশাপূরন করতে পারব’।
Posted ১০:৫৯ | সোমবার, ১০ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain