| বুধবার, ০৫ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
অবরোধ চলাকালে বাসে আগুন দেয়ার ঘটনায় ‘হুকুমের আসামি’ করে দায়ের করা দুই মামলা আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আবেদনে এ দুই মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গতকাল মঙ্গলবার এই আবেদন দায়ের করেছেন বলে তিনি বুধবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আগামী ৯ এপ্রিল বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর দারুস সালাম থানায় একাত্তর পরিবহনে আগুন দেয়ার অভিযোগে খালেদা জিয়াসহ ২৬ জন ও নিউ ভিশন পরিবহনে আগুন দেয়ার অভিযোগে খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এ আগামী ১০ এপ্রিল মামলা দুটি অভিযোগ গঠন প্রশ্নে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ওই দিন এই দুই মামলাসহ ১১টি মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য রয়েছে।
Posted ১০:৫১ | বুধবার, ০৫ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain