
| বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, পরাজয়ের ভয়ে কুমিল্লা সিটি নির্বাচনকে বিতর্কিত করতেই তারা অভিযোগ করছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি আবারো বলেন, নির্বাচনে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেবে আওয়ামী লীগ।
হানিফ বলেন, বিএনপি যখন দেখে তাদের পরাজয়ের সম্ভাবনা- তখন আগে থেকেই তারা নানা ধরনের মিথ্যাচার করে নির্বাচনকে একটা বিতর্কের মধ্যে রাখতে চায়। এখানেও ঠিক এ ধরনের চেষ্টা করা হচ্ছে। এর আগেও বিএনপি থেকে বলা হয় যে, নির্বাচনে ভয়ভীতি দেখানো হচ্ছে। অথচ নির্বাচনের মাঠে সেই ধরনের পরিবেশ আমরা কখনো দেখি নাই। বরং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। নির্বাচনে যে কোনো ফল আমরা মেনে নিতে প্রস্তুত।
Posted ১১:৪৭ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain