
| বুধবার, ২৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পীদের গান শুনে বাংলার সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হতেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার দুপুরে রাজধানীর শওকত ওসমান মিলনায়তনে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাড. এস কে সিকদার। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান।
এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কাজী রোজী, ফকীর আলমগীর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল, আব্দুল জব্বার, রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে ডিজিলাইজেশনের জন্য ঢাকার বনশ্রীর নভেলটি স্কুল অ্যান্ড কলেজকে সেরা স্কুল হিসেবে ঘোষণা দেয়া হয়।
Posted ০৯:২১ | বুধবার, ২৯ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain