শামসুল খান: ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু থানার বাকচুয়া গ্রামের ওলিয়ার বিশ্বাস এর ছেলে আলতাফ হোসেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আশেপাশে পানের ব্যবসা করতো। পূর্ব শত্রুতার জের ধরে আলতাফ হোসেনের আপন ছোট ভাইয়ের ছেলে রাজু (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বুধবার দুপুরে আদালতের বিজ্ঞ বিচারক রেজা মোঃ আলমগীর হাসান আদালতে আপন চাচাকে হত্যার দায়ে আসামী ভাতিজা রাজুকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে এই রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।
আদালত সূত্রে, স্ত্রী শেফালী বাদী হয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় রাজুকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৪ তাং ৯এপ্রিল ২০১৩ অভিযোগে বলেন, ৯ এপ্রিল ২০১৩ সালে সকাল ৭ টার দিকে সে বাড়ী থেকে বের হয়ে হাতিয়া বাজারে পান বিক্রির জন্য আসলে ভাতিজা রাজু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মামলাটি স্বাক্ষী প্রমানে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী রাজুকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আসামী রাজু রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন।