
| মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭ | প্রিন্ট
ইসমাইল হোসেন স্বপন; ইতালি প্রতিনিধি ইতালি: বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইতালিস্থ কিশোরগঞ্জ জেলা সমিতি, ভৈরব পরিষদ, ভৈরব পল্লী সমিতির উদ্যোগে দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় রোমের মনতানিওলা খান রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এ সময় আলোচনা সভায় বক্তারা প্রয়াত জিল্লুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে বলেন, জিল্লুর রহমান ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর। সততা এবং মুজিব আদর্শকে ধরে রাখায় বাংলাদেশে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। এছাড়া আলোচনা সভায় ভৈরব আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক টেলিকনফান্সে বক্তব্য রাখেন। মহান এই নেতার মৃত্যুবার্ষিকী পালন করায় তার পুত্র সংসদ সদস্য নাজমুল আহসান পাপন আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন। ইতালিস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবির আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভৈরব পরিষদ ইতালীর প্রধান উপদেষ্টা হাজী বাহার উদ্দিন এ সময় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাক, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, মোঃ আল আমিন মিয়া, জাকির হোসেন, ভৈরব পরিষদের সভাপতি আব্দুল হোসাইন কেনু মিয়া, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, সহ সংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ভৈরব পরিষদের সিনিয়র সহ সভাপতি মুখলেছুর রহমান শিপন, বিশেষ বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক জি.আর মানিক। এ আলোচনা সভায় ইতালিস্থ কিশোরগঞ্জ জেলার নারী পুরুষ দলমত নির্বিশেষে
Posted ০৯:১৫ | মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain