| বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭ | প্রিন্ট
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে আসামি বহনকারী প্রিজনভ্যান বোমা নিক্ষেপকারী গ্রেফতার জঙ্গি মোস্তফা কামালের আরেক সহযোগী আব্দুল আজিজ কাউসারকে (২২) পাঁচদিনের রিমান্ড নিয়েছে পুলিশ। ১০ দিনের রিমান্ডের আবেদন করে আব্দুল আজিজ কাউসারকে পুলিশ ১৫ মার্চ বুধবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে ওই আদালতের বিচারক ফারহা মামুন তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ছাড়া একই দিন পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ জঙ্গি মোস্তফা কামালকে একই আদালতে হাজির করলে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুই দফায় মোস্তফা কামালকে ৮ দিনের রিমান্ড নেয় পুলিশ।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মার্চ মঙ্গলবার নরসিংদীর শেখেরচর জামিয়া ইমদাদিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে কাউসারকে গ্রেফতার করা হয়। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে।
মোঃ রবিউল ইসলাম আরো জানান, তার অপর সহযোগী মিনহাজকে একইদিন মঙ্গলবার ৯ দিন রিমান্ড আবেদন করে বিচারক নাজমুন নাহারের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক তার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুই দফায় তাকে পুলিশ ৬ দিনের রিমান্ড নিয়েছিল।
মিনহাজুল ইসলাম (২০) নরসিংদীর মনোহরদী থানার কাটিকাটা উত্তর এলাকার মোঃ রতন মিয়ার ছেলে। মিনহাজ ও কাউসার নরসিংদীর একই মাদ্রাসার ছাত্র।
গত ৬ মার্চ সোমবার বিকেলে টঙ্গীর কলেজগেট এলাকায় মুফতি হান্নানসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে বোমা হামলার দিন ঘটনাস্থল থেকে মোস্তফা কামালকে অস্ত্র, গুলি, বোমা ও চাপাতিসহ গ্রেফতার করা হয়। পরে পুলিশ হেফাজতে জিজ্ঞসাবাদে মোস্তফা কামাল তার সহযোগী মিনহাজের নাম-ঠিকানা দেয়।
Posted ১১:২০ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin