| সোমবার, ১৩ মার্চ ২০১৭ | প্রিন্ট
চলচ্চিত্রে সুপার হিট নায়িকা লামিয়া মিমো! একের পর এক ছবিতে শুধু চুক্তিবদ্ধ হচ্ছেন। আবার এক বিবাহিত চিত্র পরিচালকের প্রেমে মজেছেন তিনি। শুধু তাই নয়, মিমোর সঙ্গে প্রেমের কারণে ওই পরিচালকের সংসারে টানাপড়েন শুরু হয়। তবে এটা এ অভিনেত্রীর বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।
একটি ধারাবাহিকের গল্পে মিমোকে সুপারহিট এক নায়িকার চরিত্রে দেখা যাবে। গত বছর ‘স্বপ্ন নিয়ে’ নামের এ নাটকটির প্রথম লটের শুটিং শেষ করেছিলেন তিনি। নাসিম সাহনিকের পরিচালনায় খুব শিগগিরই এর নতুন লটের কাজ শুরু করবেন বলেই জানিয়েছেন মিমো। ধারাবাহিকটিতে তার বিপরীতে পরিচালক চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল।
এছাড়া পরের লটে বিশেষ একটি চরিত্রে তার বিপরীতে অভিনয় করবেন কল্যাণ কোরাইয়া। নাটকটি নিয়ে লামিয়া বলেন, এর গল্প ও চিত্রনাট্য অসাধারণ। চরিত্রটি শক্তিশালী। তাই অভিনয় করেছি। বলা যায়, নাটকের চরিত্রটির বিবর্তন ইন্টারেস্টিং এবং গল্পটাতে অনেক টুইস্ট আছে। আশা রাখি দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে এই নাটক দেখার পর। শিগগিরই কোনো একটি চ্যানেলে প্রচার হবে ‘স্বপ্ন নিয়ে’। এ ধারাবাহিক ছাড়াও বর্তমানে আরো দুটি নাটকের কাজ করছেন মিমো। পাশাপাশি ঈদ উপলক্ষে কয়েকটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন তিনি। মাঝে বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগেছেন ‘সুপার হিরো সুপার হিরোইন’ খ্যাত এ অভিনেত্রী। ফিটনেস ঠিক রাখতে সব ধরনের খাবার থেকে বিরত থেকেছেন মিমো। তারই ফলস্বরূপ হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে তাকে।
এ প্রসঙ্গে মিমো বলেন, ফিটনেস ধরে রাখার জন্য ডায়েট কন্ট্রোল শুরু করেছি। আর তাই সব খাবার থেকে দূরে সরে ছিলাম। সেজন্য অনেক ভুগতেও হয়েছে আমাকে। দুর্বল হয়ে ভেঙে পড়েছি। শেষ পর্যন্ত একদিন রাতে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে। এখন ভালো আছি।
Posted ০৬:৩৮ | সোমবার, ১৩ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain