
| শনিবার, ১১ মার্চ ২০১৭ | প্রিন্ট
সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার এক শোকবার্তায় স্পিকার বলেন, মিজারুল কায়েস ছিলেন একজন অভিজ্ঞ কূটনীতিক। তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপুরণীয় ক্ষতি।
স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ আ স ম ফিরোজ সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েসের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Posted ০৭:৪৩ | শনিবার, ১১ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain