
| শুক্রবার, ১০ মার্চ ২০১৭ | প্রিন্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা ‘সমান সুযোগ’ তৈরির দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মওদুদ আহমেদ। তিনি বলেন, কেবল ভোটের আগে অল্প কিছুদিন সমান সুযোগ তৈরি করাই যথেষ্ট নয়।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা এ কথা বলেন। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ ডেমক্রেটিক কাউন্সিল নামে একটি সংগঠন।
মওদুদ বলেন, ‘সত্যিকার অর্থে বাংলাদেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের একটা পথ আমরা উন্মুক্ত করতে চাই, তাহলে এখন থেকে, আজ থেকে সকল রাজনৈতিক দলের জন্য লেভেলপ্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে।…নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব হবে এখন থেকে সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দেয়ার ব্যবস্থা করা।’
মওদুদ বলেন, ‘নির্বাচনের আগে একমাস লেভেল প্লেইং ফিল্ড, সেটুকু যথেষ্ট নয়। রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ এখন থেকেই সৃষ্টি করতে হবে। আমরা দুই বছর অপেক্ষা করতে রাজি নই।’
কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন তাদের বাঞ্ছনীয় কাজগুলো করছে না বলে অভিযোগ করেন বিএনপি নেতা। তিনি বললেন, ‘তারা সরকারকে বলুক, জাতীয়তাবাদী দল বা ২০ দলীয় জোটের জনসভা আয়োজনে কোনো বাধা নিষেধ থাকবে না।’
সম্প্রতি বগুড়ায় জনসভা করে আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট চাওয়া নিয়ে প্রশ্ন তোলেন মওদুদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এরই মধ্যে নির্বাচনের প্রচার অভিযানে নেমে গেছেন। তিনি বগুড়ায় জনসভা করেছেন, নৌকায় ভোট চেয়েছেন। এটা নির্বাচনবিধির পরিপন্থি কি না এটা দেশের জনগণ জানে।’ তিনি বলেন, ‘সরকার একতরফা একটা নির্বাচন করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আজকে সেই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে।’
সরকারের সাথে সংলাপ এবং সমঝোতার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘আমরা সংলাপ করতে চাই এবং সমঝোতার মাধ্যমে এই সমস্যা নিরসন করতে চাই।
এই সমঝোতার জন্য সংবিধান সংশোধন করার দরকার হলে সেটাও করতে হবে বলে জানান মওদুদ। বলেন, ‘সংবিধান তো মানুষের জন্য। অতীতে সকল আন্দোলনে আমরা দেখেছি, তখন সংবিধান মানুষের উর্ধ্বে উঠতে পারে না।’
রাজনৈতিক সমোঝতা না হলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা।
সরকার বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি করেছে তা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি বলে দাবি করেন মওদুদ। বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে এ সরকারই ধ্বংস করে দিচ্ছে। তবে সরকার এই চেষ্টায় সফল হবে না জানিয়ে তিনি বলেন, ‘ওই চেতনা সব সময় থাকবে। এই চেতনায় উদ্বুব্ধ হয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে।’
খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাকে হয়রানিমূলক বলে দাবি করেন মওদুদ। বলেন, ‘এই দুই মামলায় সরকারের কোনো অর্থ জড়িত নয়। কিন্তু তারপরও বেগম জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাটি দুইটি করা হয়েছে।’ তিনি বলেন, ‘এই মামলা দুটিতে কোনো সাক্ষী খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি যে তিনি এই দুইটি ট্রাস্টের কোনো বিষয়ে জড়িত ছিলেন। যদি কোনো নিরপেক্ষ আদালত থাকে, তারা যদি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে, সেখানে যদি সুবিচার করেন তাহলে খালেদা জিয়া খালাস পাবেন।
Posted ১০:৩৪ | শুক্রবার, ১০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain