
| শুক্রবার, ১০ মার্চ ২০১৭ | প্রিন্ট
দেশ-বিদেশের স্মার্টফোন ব্র্যান্ডকে টেক্কা দিতে বাজারে আসছে সালমানের স্মার্টফোন। স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা শুরু করতে নিজের ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে আসতে চলেছেন তিনি।
ভারতের একটি ইংরেজি দৈনিকের প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সালমান খানের বিইং হিউম্যান ক্লোদিং ব্র্যান্ড এবার স্মার্টফোনের বাজারও দখল করতে চলেছে। জিওমি, ওপোকে টেক্কা দিতে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন আনতে চলেছেন সালমান খান।
এখানেই থেমে নেই বলিউড সুপারস্টার। আরও জানা গিয়েছে যে, স্মার্টফোনের বাজার দখল করার জন্য সালমান খান একটি টেকনোলজি প্রফেশনাল টিমও তৈরি করে ফেলেছেন। তার স্মার্টফোন প্রথমে অনলাইনে পাওয়া যাবে। তারপর অন্য কোনও বড় সেলফোন এবং ইলেকট্রনিক রিটেল চেনের সঙ্গে যুক্ত হতে পারে।
স্মার্টফোনের বাজার দখল করার জন্য বেশ জোরকদমেই মাঠে নেমে পড়েছেন সালমান খান।
Posted ০৬:০১ | শুক্রবার, ১০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain