
| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
কুমিল্লা সিটি করপোরেশনের, গাইবান্ধা-১ ও সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপ-নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে নবগঠিত নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সকাল ১১টায় আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুটি সংসদীয় আসন এবং একটি সিটি করপোরেশনের উপ-নির্বাচন নিয়ে কমিশন বৈঠক করবে।
বৈঠকে সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়/জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশ/র্যাব/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআইয়ের মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক, রংপুর/চট্টগ্রাম/সিলেটের বিভাগীয় কমিশনার, রংপুর/চট্টগ্রাম/সিলেটের উপ-মহাপুলিশ পরিদর্শক, গাইবান্ধা/সুনামগঞ্জ/কুমিল্লার জেলা প্রশাসক, গাইবান্ধা/সুনামগঞ্জ/কুমিল্লার পুলিশ সুপার, রংপুর/চট্টগ্রাম/সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবং গাইবান্ধা/সুনামগঞ্জ/কুমিল্লার জেলা নির্বাচন অফিসারের উপস্থিত থাকার কথা রয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, গাইবান্ধা-১ আসনে ২২ মার্চ এবং ৩০ মার্চ সুনামগঞ্জ-২ শূন্য আসন ও কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ হবে।
Posted ০৬:৪০ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain