
| শুক্রবার, ০৩ মার্চ ২০১৭ | প্রিন্ট
রাজধানীর মগবাজার ফ্লাইওভারে একটি প্রিজন ভ্যান উল্টে গেছে। তবে এতে কেউ আহত হননি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যানটি উল্টে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ জন কয়েদি নিয়ে পুলিশ প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে যাচ্ছিল।
মগবাজার ফ্লাইওভার থেকে তেজগাঁওয়ে দিকে নামার সময়ে যানটি উল্টে যায়। এ সময় প্রিজন ভ্যানটিতে ২৪ জন আসামি থাকলেও তাদের কেউ আহত হয়নি। ভ্যানে থাকা আসামিদের আপাতত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাখা হয়েছে।
প্রিজন ভ্যানটি কীভাবে উল্টে গেছে ওসি তা জানাতে পারেননি। রেকার দিয়ে ভ্যানটি সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।
Posted ০৬:১৪ | শুক্রবার, ০৩ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain