| রবিবার, ২২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
আবারও আলোচনায় চলে এলেন পরিচালক করণ জোহর। এবার নাকি তিনি খুন করবেন সাবেক বিশ্বসুন্দরী ও বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এমন কথাই তিনি জানালেন তার টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ। তবে বাস্তবে একেবারেই তিনি যে এমন করবেন না সে কথাও জানিয়ে দেন তিনি।
‘কিল-ম্যারি-হুকআপ’,অর্থাৎ কাকে খুন করবেন, কাকে বিয়ে করবেন আর কারো সাথে ডেট করবেন শোতে আসা সেলিব্রিটিদের সবসময়ই এই প্রশ্ন করেন করণ। কিন্তু করণকেই উলটো এই প্রশ্ন করলেন আলিয়া ভাট। তাও আবার কফি উইথ করণে। আলিয়া জিজ্ঞাসা করেন যে দীপিকা, ক্যাটরিনা ও ঐশ্বর্যের মধ্যে কাকে করণ খুন করতে চান, কাকে বিয়ে করতে চান ও কার সঙ্গে ডেট করতে চান । উত্তরে করণ বলেন যে দীপিকাকে তিনি বিয়ে করতে চান, ক্যাটরিনার সঙ্গে ডেট করতে চান আর ঐশ্বর্যকে তিনি খুন করতে চান।
কেন ঐশ্বর্যকে খুন করতে চান করণ? উত্তরে করণ বলেন ‘আমি আর অভিষেক একসঙ্গে বড় হয়েছি। তাই বিয়ে বা ডেট কোনটার জন্যই আমি ঐশ্বর্যকে বেছে নিতে পারবো না। পারিবারিক সম্পর্কের জন্য খুন করার জন্যই তাঁকে বেছে নিতে হবে!’
Posted ০৭:০৪ | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain