
| শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ ব্যর্থ হলে আন্দোলন ছাড়া জনগণের সামনে কোনো পথ খোলা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মওদুদ বলেন, রাষ্ট্রপতি এমন একটি সহায়ক সরকারের কাঠামো তৈরি করবেন যাতে দেশের মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। কোনো রকম কৌশল ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কেউ যেন নির্বাচনকে অপরিচ্ছন্ন করার কেউ অপচেষ্টা করতে না পারে।
মওদুদ রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগের হতে পারেন। অনেকেই সন্দেহ করেন আওয়ামী লীগ যা বলবে তিনি তাই করবেন। এটা চিন্তা করার কোনো দরকার নেই। এ সংলাপের ধারাবাহিকতায় সুষ্ঠু ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার পরে তিনি উদ্যোগ অব্যাহত রাখবেন, যাতে আমরা আরো সংলাপে যেতে পারি।
মওদুদ আরো বলেন, ভারতে গণতন্ত্রের চর্চা আছে। সেদেশে নির্বাচন কমিশনের ওপর হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। সেখানেও প্রধানমন্ত্রী থাকেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। দলীয় সরকার থাকলেও নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করে না। বাংলাদেশে আইনের শাসন থাকলে উড়ালসেতু রাষ্ট্রীয় মূল্যবোধ হতো না।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আসাদুল হক শাহীন প্রমুখ
Posted ০৮:২৩ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain