| বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে তুচ্ছ ঘটনায় এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। ধামইরহাট-পতœীতলা এলাকার জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এম.পি’র বাড়ী দেখভালের দায়িত্বে থাকা মোকসেদ আলীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী দম্পতি নুরুজ্জামান ও স্ত্রী হাফিজা। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার বীরগ্রাম বড় মোল্লাপাড়া গ্রামের মৃত মফেজ আলীর ছেলে মোকসেদ আলী (৬০) বাড়ীর সামনে রাস্তায় বের হলে প্রতিবেশী বদিউলের ছেলে নুরুজ্জামানের বাড়ীতে রাস্তার পানি নিষ্কাশনের জন্য পাইপ রাখার প্রতিবাদ করেন।
এ সময় নুরুজ্জামান (৪০)ও তার স্ত্রী এলোপাতাড়ীভাবে মোকসেদ আলীকে মারপিট করে এবং নুরুজ্জামান ভ্যান গাড়ির হ্যান্ডেল দ্বারা স্বজোরে বুকে আঘাত করলে ঘটনাস্থলে তাৎক্ষনিক তাঁর মৃত্যু হয়। ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক লাশ উদ্ধার করে এবং হত্যাকারী দম্পতি নুরুজ্জামানের স্ত্রী হাফিজা (৩৪) কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অপর হত্যাকারী নুরুজ্জামান ঘাঢাকা দিয়েছে বলে এলাকাবাসী জানান।
এ রিপোর্ট লেখা পর্যš কোন মামলা হয়নি তবে নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবে বলে থানা সুত্র জানান। এ ঘটনায় জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি তীব্র নিন্দা জানিয়ে যথাযথ প্রক্রিয়ায় খুনিদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মুলক শাস্তি দাবি জানান ।
Posted ১৪:১৫ | বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin