
| রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
চট্টগ্রামে ইয়াবা ও ইয়াবা তৈরির মেশিনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে নগরীর পতেঙ্গা থানার এয়ারপোর্ট রোডের ১৫ নং ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মো. রাসেল মাহমুদ (২৯) ও নজরুল ইসলাম(২৭)।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আবুল কাশেম ভূঁইয়া জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ১৪:২৮ | রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain