
| শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আমবাড়ীয়ায় লুৎফর রহমান সাবু হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, দুষ্কৃতকারীদের হাতে এ ন্যক্কারজনক হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারী যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে।
তিনি এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আওয়ামী লীগ-জাসদের ঐক্য বিভেদ সৃষ্টিকারীদের প্রতি সজাগ থাকতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান।
এ হত্যাকাণ্ডের পর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়ি ও উপজেলা জাসদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।
উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফের সভাপতিত্বে এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ০৯:৫২ | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain