
| সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ভোটে শেখ হাসিনাকে হারানো যাবেনা জেনেই রাজনৈতিক অপশক্তি তাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান বাদল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মনিরুজ্জামান বাদল এর ২৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে ছাত্রলীগ।
ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, অপশক্তিকে প্রশ্রয় দেবে না, তাদের প্রশ্রয় দিলে অপকর্ম বেড়ে যাবে।
এসময় মন্ত্রী বলেন, অপকর্মকারীদের ছাত্রলীগে জায়গা হবে না। তাদের দায় ছাত্রলীগ যেন না নেয়। এদের প্রশ্রয় দেবে না। ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরে আনতে হবে।
এ সময় তিনি শহীদ মনিরুজ্জামন বাদলের ন্যায় ত্যাগী নেতাকর্মীর শূন্যতা অনুভব করেন। তিনি বলেন, বাদলের ন্যায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে গড়ে উঠতে হবে। দলের প্রতি দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। অপকর্মের হোতাদের ছাত্রলীগে জায়গা হবে না।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
Posted ০৭:৫৬ | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain