| সোমবার, ১৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি (ঢাকা, ১৭ নভেম্বর) : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এই মামলায় তাঁর বেকসুর খালাসে সত্যের জয় হয়েছে।
রোববার বেলা দেড়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ রায়ের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। বিরোধী দলের দাবি আদায়ের চলমান আন্দোলনে এ রায় কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
মির্জা ফখরুল বলেন, সরকার ও একটি মহল পরিকল্পিতভাবে তারেক রহমান ও জিয়ার পরিবারের বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলো অভিযোগ দায়ের করেছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
তিনি আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা দেওয়া হয়েছিল তার একটাও সত্য নয়। আজ তা প্রমাণিত হয়েছে।
Posted ০১:৩২ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin