ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা ও র্যাম্প মডেল আইরিন সুলতানা নিজের প্রথম ছবির প্রচারণা চালাতে ছুটছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ।
চলতি বছরের শুরুতে র্যাম্পের দুনিয়া ছেড়ে বড় পর্দায় আসেন আইরিন। গত সপ্তাহে দেশব্যাপী মুক্তি পেয়েছে আইরিন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’। মুক্তির প্রথম দিনেই ঢাকার অভিসার প্রেক্ষাগৃহে দশৃকদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করেন তিনি। এ সময় ছবিটি সর্ম্পকে দর্শক ও ভক্তদের মতামত শুনেন। এতে ভালো ফল হওয়ায় পরিচালকের অনুরোধে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ পরির্দমনে বের হন আইরিন। তারই অংশ হিসেবে আজ নওঁগা জেলার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করেন বাংলা চলচ্চিত্রের এই নবাগতা । ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করেছেন আরেক মডেল আরেফিন শুভ।
জানা যায়, বর্তমানে আইরিন আরও দুটি ছবিতে অভিনয় করছেন। ছবিগুলো হলো সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল’ এবং গাজীউল রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’। দুটি ছবিতেই আইরিনের বিপরীতে অভিনয় করছেন আরজু।
উল্লেখ্য, মাহি বি চৌধুরী প্রযোজিত এবং দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালবাসা জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছে গত ৮ নভেম্বর ।সম্প্রতি ছবিটি মুক্তির পরপরই এর বিরুদ্ধে ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘চ্যালেঞ্জ’কে নকল করার অভিযোগ উঠে।