
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বাঙালি জাতীয়তাবাদের নামে ইসলামবিদ্বেষকে আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেন, অন্য কোনো আদর্শ বা ধর্মীয় প্রবণতার মাধ্যমে কোনো নাগরিকের অধিকার যেন ক্ষুণ্ন না করা হয় সেদিকে খেয়াল রাখা এবং রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে আমাদের দায়িত্ব হলো সবাইকে সমান চোখে দেখা। সবার অধিকার নিশ্চিত করা।
শুক্রবার টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে মিল্লাত মাদরাসার টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অ্যালামনাই ও শিক্ষকগণের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শাসক শ্রেণীর মাঝে যে বদ্ধমূল ইসলাম ফোবিয়া ছিল, তা থেকে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে কিছুটা বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এখনো দীর্ঘ লড়াই বাকি আছে।
টঙ্গী তা’মীরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান, জামায়াত নেতা আতিকুর রহমান, মাওলানা জাফর আহমদ মজুমদার, খায়রুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতা আরিফুর রহমান তুহিন, অ্যাডভোকেট শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম কিবরিয়া, ওসামা বিন নূর, হোসাইন আহমেদ, ইসহাক আলী ও সালমান ফার্সি প্রমুখ।
Posted ১৫:৪৪ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain