
| সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট
যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দীর্ঘ ৯ বছর ধরে চলমান এ মামলায় সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এ মামলা করেন।
মামলায় বাদী অভিযোগ করেন, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এরপর আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে ওই বছর ২১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।
Posted ১৫:৪৩ | সোমবার, ১০ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | admin