
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার (৫ মার্চ) মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৯ সালে। ১৬ বছর পর আবারও মিনি বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দল দু’টির।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে ২০০৬ ও ২০০৯ সালে দু’বার মুখোমুখি হয়েছিল প্রোটিয়া ও কিউইরা। একবার করে জিতেছে উভয় দল। ২০০৬ সালে ভারতের অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে প্রথমবার দেখা হয় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। প্রথম দেখায় প্রোটিয়াদের ৮৭ রানে হারায় কিউইরা। ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো এই মঞ্চে লড়ে দু’দল। গ্রুপ পর্বের সেই লড়াইয়ে ৫ উইকেটের জয় পায় প্রোটিয়ারা।
২৭ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। নিউজিল্যান্ড স্বপ্ন দেখছে তৃতীয়বার ফাইনাল খেলার। চলমান আসরে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট পায় দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে আসে নিউজিল্যান্ড।
Posted ০৫:০৭ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain