নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে বড় ধরণের সাফল্য এসেছে। অজ ভোরে মেহেরপুর শহরের বড় বাজারে পরিচালিত অভিযানে ইমরান হেলালি প্রিন্স নামে এক যুবককে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রিন্সের বাড়ি থেকে ৩৭ পিছ ইয়াবা, ২টি স্মার্ট ফোন, একটি চায়নার তৈরী একে ফোরটি সেভেন এয়ারগান, একটি গাঁজা মিক্সড রিফ্লিন্ডার মেশিন এবং তিনটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
আটককৃত এবং উদ্ধারকৃত মালামাল মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
Posted ০৭:১১ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain