নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি সবসময় জনসেবা ও জনকল্যাণমূলক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেছেন, আমরা তার এই শিক্ষা অনুসরণ করতে চাই। আমাদের রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য।’
শুক্রবার ডেমরা থানার ৬৭নং ওয়ার্ডের শুকুরশি এলাকায় কম্বল বিতরণকালে তিনি একথা বলেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কয়েক শ’ শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নবীউল্লাহ নবী বলেন, ‘আমরা প্রতিহিংসা নয়, ভ্রাতৃত্বের বাংলাদেশে বিশ্বাস করি। বিএনপি এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগ গত ১৭ বছরে তারা এ দেশের জনগণের জন্য কোনো রাজনীতি করেনি। তারা শুধু রাজনীতি করেছে নিজেদের পকেটের উন্নয়নের জন্য।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদীরা পালিয়েছেন, কিন্তু এখনও ষড়যন্ত্র থেমে নেই। মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। গণতন্ত্রে ফেরার জন্য একমাত্র পথ হলো নির্বাচন। আর যারা নির্বাচনকে বিরোধিতা করতে চান, তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন- তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য আব্দুল হাই পল্লব, ডেমরা থানা বিএনপি নেতা সেলিম রেজা, মো. আনিসুজ্জামান, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকীব, ৬৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী জয়নাল, সাধারণ সম্পাদক হাজী দুলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
Posted ০৯:৪৫ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain