নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত ছয় মাসে নানা সময় বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে। গত রাতেও সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নামে-বেনামে পেইজ থেকে দাবি করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত থেকে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। বিশেষ করে পতিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা এসব গুজব ছড়ায় বলে অভিযোগ রয়েছে।
এসব গুজব নিয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসব গুজবকে তিনি পাগলের প্রলাপের সঙ্গে তুলনা করেছেন। দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এসবে কান না দিতে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে আসিফ নজরুল এই কথা বলেন।
আইন উপদেষ্টা ফেসবুকে লিখেন- ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতটিকে অনেকেই গুজবের রাত হিসেবে অভিহিত করেছেন। রাতভর গুজবে সয়লাব ছিল সামাজিক যোগাযোগমাধ্যম।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম লিখেন, ‘ব্যাংকক সার্জিস চলে গেছে। কুমিল্লায় হাসনাত। আসিফ দুবাই।
এসব গুজব সম্পর্কে ফেসবুকে অনেকেই লিখেছেন। আব্দুল্লাহ আল জোবায়ের লিখেছেন, ‘লাইলাতুল গুজব দেখে ঘুমটাও ভালো হয়েছে। সকালটাও খুব সুন্দর, ঘুম থেকে উঠুন…।
রূপম রাজ্জাক লিখেন, ‘প্রধান উপদেষ্টা বিদেশ সফরে গেলেই এরা গুজব ছড়ায়। এবারের গুজবের শিরোনাম ‘পালিয়ে সুইজারল্যান্ডে গিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইউনূস’। এদের এত কারেন্ট আসে কোত্থেকে?’
সাব্বির আহমেদ লিখেছেন, ‘তাইলে শেষ পর্যন্ত কে কোথায় পালালো? ময়ুখ রঞ্জনের সবশেষ তথ্য কী বলছে? বিস্তারিত কেউ বলতে পারবেন?’
মো. শাওন মাহমুদ লিখেছেন, ‘কী দিন আইলো, এরা ঘুমের ঘোরেও সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহকে দেখে!’
ওয়াসিম ফারুক লিখেছেন, ‘সারা রাত্র পিটাইছে সাপ, সকালে দেখে দড়ি!’
সৈয়দ আল হাসান শিমুল একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কাল সারারাত ছিল গুজবের রাত।
বীর সাহাবি লিখেছেন- ‘বহুদিন পর একটি লাইলাতুল গুজবের রাত পেলাম। তা-ও আবার মহান বৃহস্পতিবার রাত। সূএ: ঢাকা মেইল ডটকম
Posted ১০:০৯ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain