নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায় মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে। আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটা করার কাজ চলছে।
আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে চলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে এ কথা বলেন তিনি।
রেজাউল করীম বলেন, ‘বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবারের নির্বাচনে যেন সব ইসলামী দলগুলোর একটি মাত্র ভোটবাক্স হয়, এ ব্যাপারে কাজ চলছে।
দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন চরমোনাই পীর। তিনি বলেন, ‘দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই।
এসময় বাংলাদেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। তারা বলেন, ‘প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি।’
Posted ০৯:৫৩ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain