নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাই গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কয়েকদিন ধরেই ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকে মুসুল্লিরা এসে খুঁটি বসানো ও শামিয়ানা টানানোর পাশাপাশি নানা প্রস্তুতিমূলক কাজ করছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। প্রস্তুত করা হয়েছে বয়ানের মূল মঞ্চ ও বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত খিত্তাও।
তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার সবশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব আর ৭ ফেব্রুয়ারি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দ্বিতীয় পর্ব ইজতেমা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তবে মাওলানা জুবায়ের অনুসারীরা দাবি করছেন, ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব আর ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, মাওলানা সাদ কান্দালভীর অনুসারীরা সরকারের কাছে ১৪-১৬ ফেব্রুয়ারি তাদের ইজতেমা করার অনুমতি চাইছেন।
Posted ০৬:২৬ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain