নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম মামলা দায়ের করেছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার সারজিস আলম শাহবাগ থানায় ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেন। বিকালে মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এজাহার গ্রহণ করেন এবং আগামী ২৭ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করে দেন আদালত।
সারজিস মামলার এজাহারে উল্লেখ করেন, বুধবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লগইন করেন। দেখতে পান Department of Bakshal, University of Dhaka ও Criminals DU* (https://www.facebook.com/CriminalsDDU) নামে দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে।
সারজিস আরও উল্লেখ করেন, এ দুটি পেজ থেকে তার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, এডিটেড স্ক্রিনশট ও কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে।
এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করেছে, এমনকি তিনি চরম মানহানির শিকার হচ্ছেন।
Posted ১৫:৩২ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain