নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪৭০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা, ১১০ পিস ইয়াবা, ৭ গ্রাম ৪ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ ও ২৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের নামে থানায় ১৭টি মামলা হয়েছে বলেও জানানো হয়।
Posted ০৬:৪০ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain