নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না। দেশে সবার ওপরে জনগণ থাকবে। জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর রূপায়ন সেন্টারে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এদেশে বিভাজনের রাজনীতি চলবে না। দেশের যে কোন বিষয় জনগণ সিদ্ধান্ত নেবে। লাল কিংবা নেভি কোনো নামেই সন্ত্রাসী কার্যক্রম চলবে না। বর্তমান জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে। একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। গত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি। চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
Posted ১৫:০৭ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain