বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই: এ্যানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই: এ্যানি

অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে ফ্যাসিবাদী সিস্টেম শেষ হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে যেন এ ফ্যাসিবাদ আর না আসে সে শপথ নিয়ে মাঠে নেমেছি। আমরা বলি না, যে ভোট হলে কালকে আমরা এককভাবে ক্ষমতায় এসে দেশ চালাবো। আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম ও যুগপৎ আন্দোলন করেছে সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই।

 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদরে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, জামায়াত ইসলামের শীর্ষ পর্যায়ের একেকজন একেক কথা বলেন। কথাগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে আরও সুদৃঢ় করার জন্য বলেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। খুন-গুম, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। একসঙ্গে জেল খেটেছি। এখন যদি একেক জনের কথায় একেক ধারা আসে, তাহলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যাবে। ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে যেন ফাটল না ধরাতে পারে সেদিকে জামায়াত ইসলামেরও দায়িত্ব আছে, আমাদেরও আছে। আমরা এ দেশের মানুষকে অভয় দিতে চাই। আপনার আদর্শের রাজনীতি আপনি করবেন, আমার আদর্শের রাজনীতি আমি করবো। কিন্তু ফ্যাসিবাদকে আনার রাজনীতি করা যাবে না। কর্তৃত্ববাদকে আবার কর্তৃত্ব করার সুযোগ দেওয়া যাবে না।

জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, জেলা সমবায় কর্মকর্তা আশরাফ উদ্দিন রুমি, তন্তুবায় সমিতির সদস্য শামছুল করিম খোকন, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্সের সভাপতি এম আর মাসুদ ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৩ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com