এ হাদিস থেকে বোঝা যায় অর্থহীন অনেক স্বপ্নের পাশাপাশি মানুষ অর্থবহ স্বপ্নও দেখে থাকে। মৃত বাবা-মাকে দেখা স্বপ্নও অর্থহীন বা অর্থবহ দুই রকমই হতে পারে। নিজের স্মৃতি বা কল্পনা দেখে যেমন কেউ মৃত বাবা-মাকে স্বপ্ন দেখতে পারে, কারো স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে ইশারা হিসেবেও তাদের দেখানো হতে পারে।
হতে পারে, মৃত বাবা-মায়ের জন্য সদকা বা দোয়া করার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য স্বপ্নে দেখানো হয়েছে। তাই এক্ষেত্রে তাদের রুহে সওয়াব পৌঁছানোর মতো কাজ করতে হবে। প্রাথমিকভাবে তাদের জন্য বেশি বেশি দোয়া করা এবং তাদের রুহে সওয়াব পৌঁছানোর নিয়তে সামর্থ্য অনুযায়ী দান-সদকা করা উচিত হবে। কোরআনে আল্লাহ তাআলা বাবা-মায়ের জন্য দোয়া করার নির্দেশ দিয়ে বলেন, বলো, ‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন’। (সুরা ইসরা: ২৪)
এই আয়াতে জীবিন বা মৃত উভয় অবস্থায় বাবা-মায়ের জন্য দোয়া করার শিক্ষা রয়েছে। তাদের জীবনকালে তাদের সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া করতে হবে। মৃত্যুর পরও তাদের ক্ষমা, আখেরাতে মুক্তি ও মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করতে হবে।
হাদিস থেকে জানা যায়, সন্তানের দোয়ায় বাবা-মায়ের গুনাহ ক্ষমা করা হয় এবং মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। ইরশাদ হয়েছে, ‘মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয়। তখন সে বলে, হে প্রভু! এটা কী জিনিস? তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে’। (আল-আদাবুল মুফরাদ: ৩৬)
মৃত মা-বাবার জন্য সদকা সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, সাদ ইবনে উবাদা (রা.)-এর অনুপস্থিতিতে তার মা মৃত্যু বরণ করেন। তখন তিনি রাসুল (স.)-কে জিজ্ঞাসা করেন, আমার অনুপস্থিতিতে আমার মা মারা গেছেন। আমি যদি তাঁর পক্ষ থেকে সদকা করি, তবে কি তাঁর কোনো উপকারে আসবে? তিনি বলেন, হ্যাঁ। সাদ (রা.) বলেন, “আমি আপনাকে সাক্ষী রেখে বলছি যে, আমার ‘মিখরাফ’ নামক বাগানটি আমার মায়ের জন্য সদকা করে দিলাম।” (বুখারি: ২৭৫৬)
আয়েশা (রা.) বলেন- ‘এক ব্যক্তি রাসুলুল্লাহ (স.)-এর কাছে এসে বললেন—হে আল্লাহর রাসুল! আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। কোনো অছিয়ত করতে পারেননি। আমার ধারণা তিনি যদি কথা বলার সুযোগ পেতেন, তাহলে দান-সদকা করতেন। আমি তাঁর পক্ষ থেকে সদকা করলে তিনি কি এর সওয়াব পাবেন? রাসুলুল্লাহ (স.) বললেন হ্যাঁ, অবশ্যই পাবেন।” (মুসলিম: ২৩৭৩)
মূলত হাদিসের শিক্ষা হলো- জীবিত ও মৃত উভয় অবস্থায় মা-বাবার জন্য দোয়া করা এবং সেবা করা সন্তানের কর্তব্য আর মৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে নিছক কল্পনা মনে না করে তাদের জন্য দোয়া ও সামর্থ্য অনুযায়ী সদকা করা উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত মা-বাবার আত্মায় বেশি বেশি সওয়াব পৌঁছানোর তাওফিক দান করুন। আমিন।